Top News

ফের বাধা রাহুলের শুটিংয়ে, সোমবার থেকে ফ্লোর বয়কটের হুঁশিয়ারি টলি পরিচালকদের

 


বেশ কয়েকদিন ধরেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে তোলপাড় টলিপাড়া । ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশে শুটিং করার অভিযোগে রাহুলের উপর তিন মাসের কর্মবিরতি জারি করা হয়েছিল । কিন্তু, সেই নিষেধাজ্ঞা সম্প্রতি তুলে নিয়েছে ডিরেক্টর্স গিল্ড । তাই, শনিবারই শুটিং ফ্লোরে ফিরেছেন রাহুল মুখোপাধ্যায় । তৈরি ছিলেন অনির্বাণ ও প্রসেনজিৎ-সহ বাকি অভিনেতারাও । কিন্তু, শুটিংয়েই এলেন না টেকনিশিয়নরা । যা নিয়ে নতুন করে উত্তাল হয়েছে স্টুডিওপাড়া । এবার টেকনিশিয়ন তথা ফেডারেশনের এমন আচরণে ক্ষুব্ধ পরিচালকরা । দু'দিনের মধ্যে কর্মবিরতি না উঠলে সোমবার থেকে ফ্লোর বয়কট করবেন পরিচালকরাও, এমনই হুঁশিয়ারি দিয়েছেন রাজ চক্রবর্তী, পরমব্রত থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়রা ।

ফেডারশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাহুলকে পরিচালক হিসেবে থাকবেন না । সেকারণেই রাহুলের উপস্থিতিতে শুটিংয়ে কোনও টেকনিশিয়ান উপস্থিত হননি । টলিপাড়ার পরিচালকদের কাছে খবর পৌঁছতেই, সকাল সকালই টেকনিশিয়ান স্টুডিওতে একে একে পৌঁছতে শুরু করেন সৃজিত মুখোপাধ্য়ায়, রাজ চক্রবর্তী, সুব্রত সেন, পরমব্রত চট্টোপাধ্য়ায়, কৌশিক গঙ্গোপাধ্য়ায়রা । ফেডারেশনের মন্তব্যের বিরুদ্ধে তাঁরা বিক্ষোভ দেখান । তাঁদের দাবি, টেকনিশিয়নদের মতো একই ভাবে পরিচালকেরাও যদি কাজ বন্ধ করে দেন, তাহলে কি একটা কাজ ভালভাবে তুলে দেওয়া যাবে ?

রাজ চক্রবর্তী বলেন,'ইন্ডাস্ট্রির পরিচালকরা এখানে এসেছেন, যে যাঁর মতো মতামত দিয়েছেন । একটাই কথা বলা হয়েছে, রাহুল পরিচালক হিসেবে ফ্লোরে গেলে তাহলে কোনও টেকনিশিয়নরা ফ্লোরে আসবেন না । কিন্তু, পরিচালকরা যদি ফ্লোরে না যান, তাহলে কি কাজটা হবে ? এটা বড় অসম্মান । দুদিন ভাবার সময় নিক ফেডারেশন । যা বলা হয়েছে, তা শোধরানো না হলে, সোমবার থেকে ফ্লোর বয়কট করবেন পরিচালকরা ।'

কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, "যেটা হচ্ছে, সেটা খুব আনন্দের নয়। মারাত্মক অমর্যাদা।...ফেডারেশনের তরফে বারবার টেকনিশিয়নদের আসতে বাধা দেওয়া হচ্ছে । আমরা এই অপমান বরদাস্ত করব না । ..."

পরমব্রত চট্টোপাধ্যায় বলছেন,"ডিরেক্টর্স গিল্ডই প্রথমে নিষেধাজ্ঞা এনেছিল। তারপর শুক্রবার ফেডারেশনের সঙ্গে বৈঠকে ডিরেক্টর্স গিল্ডই তথ্য দিয়ে জানান, রাহুলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। তাই নিষেধাজ্ঞা তোলা হয়। ডিরেক্টর্স গিল্ড তো ফেডারেশনের অংশ। শনিবার অভিনেতারা, পরিচালকরা এলেও, টেকনিশিয়ানরা আসেনি। বৃহত্তর ফেডারেশন বলছে, তাঁরা কাজ করবে না। ভুলটা কোথায় ?"

রাহুল মুখোপাধ্যায় বলছেন, 'শান্তিপূর্ণভাবে সিনেমাটা বানাতে চাই । এর পর আমার সিনিয়াররা যা বলবেন তাই করব ।'

Post a Comment

নবীনতর পূর্বতন