Top News

জলসায় দারুণ খবর! মহিষাসুরমর্দিনী রূপে অসুর বধ করতে আসছেন এই টলি কুইন!

 

পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মহালয়ার (Mahalaya) দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর শোনার রীতি বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে। শুধু রেডিও না টেলিভিশনের পর্দায়, মহালয়া দেখার উৎসাহ কম থাকে না। ছোটদের মধ্যেও মহালয়া নিয়ে একটি আনন্দের সৃষ্টি হয়। মহালয়া মানেই পূজো এসে গেল। সেই সঙ্গে কে সাজবেন দেবী দুর্গা রূপে, এই নিয়ে সকলের কৌতূহল থাকে।

দেবীপক্ষের সূচনায় প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, কে হবেন দেবী দুর্গা এই নিয়ে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এবছর ফের দুর্গা সাজবেন কোয়েল মল্লিক। জানা গিয়েছে স্টার জলসার তরফে এবার মহিষাসুরমর্দিনীতে কোয়েল মল্লিক দেবী দুর্গা সাজছেন। বিগত বেশ কিছু বছর ধরে কোয়েল মল্লিক টেলিভিশনের মহালয়ার (Mahalaya) দুর্গা সাজছেন। তাই এবারেও জল্পনা ছিল, রঞ্জিত মল্লিকের কন্যা দেবী দুর্গা রূপে সেজে উঠবে। ‌ ২০২৪ সালের স্টার জলসা চ্যানেলের মহালয়া-য় কোয়েল মল্লিক দেবী দুর্গা সাজছেন তা তিনি নিজেই জানিয়েছেন। তবে নিজের ছবি প্রকাশ্যে আনেননি।


Post a Comment

নবীনতর পূর্বতন