শুক্রবার ভোর ৩টে নাগাদ আগুন দেখতে পান স্থানীয়রা। তাঁরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। তারপর ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছয়। প্রয়োজনে দমকলের ইঞ্জিন বাড়ানো হতে পারে।
শুক্রবার সাত সকালে কলকাতায় ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে যশোর রোডের নাগেরবাজার সংলগ্ন একটি গেঞ্জি কারখানায়। ঘটনাস্থলে ২০টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর ৩টে নাগাদ আগুন দেখতে পান স্থানীয়রা। তাঁরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। তারপর ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছয়। প্রয়োজনে দমকলের ইঞ্জিন বাড়ানো হতে পারে।
জানা গিয়েছে, প্রায় চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ওই কারখানার আশপাশে রয়েছে আরও কয়েকটি গুদাম এবং বসতি এলাকা। তার মধ্যে ইতিমধ্যে কয়েকটি গুদামে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর।
দমকল সূত্রে খবর, ওই কারখানার চারদিক ঘিরে জল দেওয়া হচ্ছে। যদিও কারখানার মাঝের অংশে জল পৌঁছনো সম্ভব হচ্ছে না। সেকারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
এদিকে দমকলের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আগুন লাগার পরেই খবর দেওয়া হলেও দীর্ঘক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। সেকারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন