যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ। 'ল্যাপটপ চুরির অভিযোগে আটকে রেখে নির্যাতনে অসুস্থ ছাত্র' । হাসপাতালে নিয়ে যেতে মেডিক্যাল সুপারকে বাধা দেওয়ার অভিযোগ । নির্যাতনের অভিযোগ, হাসপাতালে কম্পিউটার সায়েন্সের সান্ধ্য বিভাগের ছাত্র । ছাত্রকে উদ্ধার করতে গেলে মেডিক্যাল সুপারিনটেনডেন্টকে বাধার অভিযোগ 'নির্যাতিত' ছাত্রের বিরুদ্ধে পাল্টা চুরির অভিযোগ পড়ুয়াদের একাংশের: সূত্র । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রিপোর্ট মেডিক্যাল সুপারিনটেনডেন্টের । অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ছাত্রটিকে গতকাল রাতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আজ তাঁর পরিস্থিতি স্থিতিশীল। পালস রেট স্বাভাবিক। শরীরের বাইরে কোনওরকম আঘাতের চিহ্ন নেই, খবর হাসপাতাল সূত্রে। গতকাল রাতে যখন তাঁকে হাসপাতালে আনা হয় তখন তাঁর প্যানিক এটাক হয়েছিল এবং পালস রেটও ছিল অনেক বেশি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ
NewsTapবাংলা desk
0
একটি মন্তব্য পোস্ট করুন