NEET প্রশ্ন ফাঁসের ঘটনায়, কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) ঝাড়খণ্ডের সূত্রের ভিত্তিতে কলকাতা-যোগ দাবি করেছে।
অমিত কুমার নামে এক ব্যক্তির খোঁজে আজ দিল্লি থেকে CBI-এর একটি প্রতিনিধি দল নিউটাউনের একটি বাসভবনে পৌঁছেছে। তবে ১২ নম্বর আবাসিক ব্লকের দ্বিতীয় তলায় অমিতের কক্ষ তালাবদ্ধ।
সংশ্লিষ্ট আবাসস্থল ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
সূত্রের খবর, সিবিআইয়ের দুই প্রতিনিধি ইতিমধ্যেই বাড়ির একজন কেয়ার টেকার সহ মূল হোল্ডারকে খুঁজতে বেরিয়েছেন। জানা গিয়েছে, চাবির সাহায্যে কক্ষের তালা খুলতে পারেন তদন্তকারীরা।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, জাল মামলায় ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করার পর তদন্তকারীরা কলকাতা থেকে অমিত কুমারের নাম জানতে পেরেছিলেন। সেই সূত্রেই আজকের অনুসন্ধান অভিযান। তদন্তকারীরা বিশ্বাস করেন যে অমিতের ফ্ল্যাটে তল্লাশি করলে নীতের সন্দেহজনক মামলায় আরও তথ্য পাওয়া যাবে।
NEET লিক মামলার তদন্তে সিবিআই এখনও পর্যন্ত 33 জনকে গ্রেপ্তার করেছে। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, NEET-এর প্রশ্ন প্রথমে ফাঁস হয়েছিল হাজারীবাগের একটি প্রস্তুতি কেন্দ্র থেকে। সেখান থেকে তা ছড়িয়ে পড়ে অন্য জায়গায়। প্রতিটি প্রশ্নপত্র বিক্রি হয়েছে ৩৫-৪০ লাখ টাকায়!
একটি মন্তব্য পোস্ট করুন