আজ রথযাত্রা, নীলাচলে সেজে উঠছে জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার রথ। রীতি মেনে সকাল থেকেই শুরু হয়েছে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে পুজোপাঠ (Rath Yatra 2024)। রবিবার সকাল থেকেই রথযাত্রা উপলক্ষে জগন্নাথের আরাধনায় মেতে উঠেছেন আপামর বাঙালি। খুশির এই আবহে বাধ সাধতে পারে বৃষ্টি!
হাওয়া অফিস জানাচ্ছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ, রথযাত্রার দিনে রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে (South Bangal) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) জেলায় জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এই মুহূর্তে রাজ্যে সক্রিয় প্রভাব রয়েছে বর্ষার । সঙ্গে দোসর ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে রয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। যার ফলে উত্তরবঙ্গের আগামী বুধবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বৃষ্টির বেশি সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে পশ্চিমের জেলাগুলি-সহ মোট ৯ জেলায়।
আজ, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
একটি মন্তব্য পোস্ট করুন