Top News

আবার চুরির সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ।? এবার ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে খুন



 ভাঙড়ে চুরির সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ। ভোরবেলা একজনকে চোর ভেবে ধরে বেঁধে রাখা হয়। তাকে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। সকালে তিনি মারা যান। গোটা ঘটনাটি ঘটেছে থানার কাছে।পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আজগর মোল্লা। তিনি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকার বাসিন্দা। স্থানীয় লোকজনের অভিযোগ, গত কয়েকদিনে ভাঙড় বাজার এলাকায় চুরির ঘটনা বেড়েছে। এলাকায় রাতে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। গার্ড চলে যাওয়ার পর চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। যার জেরে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। রবিবার ভোরে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। চোর সন্দেহে প্রথমে তাকে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। অনেকে তাকে মারধর করে।


তাকে শুয়ে থাকতে দেখে প্রথমে সবাই ভেবেছিল লোকটি মাতাল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় এক বাসিন্দার কথায়, “রাতে প্রহরীরা চলে গেলে চুরির ঘটনা ঘটে।” গত কয়েকদিন ধরে বারবার একই ঘটনা ঘটছে। তাই নজরদারি রাখা হয়েছে। ভোর সাড়ে ৪টার পর তাকে ধরা হয়। তাকে ধরে বেঁধে রাখা হয়। সবাইকে মারধর করা হয়। দীর্ঘদিন ধরে পড়াশোনা করছিলেন। আমরা সবাই মাতাল অবস্থায় চিন্তা করেছি। কিন্তু তার পরেই জানা যায় তিনি মারা গেছেন।উল্লেখ্য যে ভাঙড় থানা কলকাতা পুলিশের অন্তর্গত। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কলকাতা ও আশপাশের এলাকায় একের পর এক দল বেধড়ক মারধরের ঘটনা ঘটছে। কোথাও ভুক্তভোগী মারা যাচ্ছে। কোথাও তিনি গুরুতর জখম। কয়েকদিন আগে বউবাজারের একটি হোস্টেলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। একই রকম ঘটনা ঘটেছে সল্টলেকে। উত্তর 24 পরগণার অনেক জায়গা থেকে গণপিটুনির খবর পাওয়া গেছে। এবার সেই তালিকায় যোগ দিলেন ভাঙড়।

Post a Comment

নবীনতর পূর্বতন