কলকাতার রাস্তা খুঁড়তেই উঠে এল পচা গলা এক মহিলার দেহ। ঘটনাটি ঘটেছে কাশী বোস লেনে। শনিবার সকালে ওই এাকা থেকে পচা গন্ধ বের হতে শুরু করে। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়তে শুরু করে। তখনই ওই দেহ দেখতে পায়। তবে কোথা থেকে ওই দেহ এল তা জানা যায়নি।
স্থানীয় সূত্রে খবর, কাশী বোস লেনে একটি পাইপ লাইনের কাজ চলছিল। সেইসময় একটি জায়গার মাটি কাটা চলছিল। কিন্তু ১০ তারিখ নির্বাচন থাকায় তারপর থেকে কাজ বন্ধ ছিল। এদিকে কোনও কারণে মাটিতে ধস নেমে ওই গর্ত বুজে যায়। শনিবার সকালে ফের মাটি কেটে ওই মহিলার দেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা এবং পুলিশের প্রাথমিক ধারণা কোনও কারণে ওই মহিলা গর্তের ভিতর পড়ে গিয়েছিল। এবং সেখান থেকে না উঠতে পেরে মৃত্যু হয়। পরে মাটি চাপা পড়ে যায়। যদিও এখনই এবিষয়ে নিশ্চিত হতে পারছে না পুলিশ। নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
যদিও এই ঘটনার পর তদন্ত শুরু হয়েছে। খাস কলকাতার রাস্তা থেকে দেহ উদ্ধার হওয়ার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন