Top News

কোটা বিরোধী আন্দোলনে রণক্ষেত্র বাংলাদেশ, সংবাদমাধ্যমের অফিসে আগুন বিক্ষোভকারীদের

 বিদিশা রিমঝিম নামে এক বিক্ষোভকারী সংবাদ সংস্থার সামনে বলেন, তাঁদের প্রথম শর্ত প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। সেই সঙ্গে এই বিক্ষোভে যাঁদের মৃত্যু হয়, তাঁদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।



কোটা বিরোধী আন্দোলনে রণক্ষেত্রে (Bangladesh Job Quota Protest) বাংলাদেশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। কোটা বিরোধী বিক্ষোভের জেরে বাংলাদেশ (Bangladesh) যখন জ্বলছে, সেই সময় আগুন জ্বালিয়ে দেওয়া হয় বিটিভির অফিসে। রাজধানী ঢাকায় (Dhaka) বাংলাদেশ টেলিভিশনের যে অফিস রয়েছে, সেখানে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিটিভির অফিস চত্ত্বরে যে গাড়িগুলি ছিল, সেগুলিতেও বিক্ষোভকারীরা আগুন  জ্বালিয়ে দেয়। তবে কর্মীদের অফিসের বাইরে নিরাপদে বের করে আনা হয় বলে জানা যায়। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, তার জেরে সম্প্রতি প্রধানমন্ত্রী বিটিভিতে ভাষণ দেন। ওই ঘটনার পরই বিটিভির অফিস জ্বালিয় দেয় বিক্ষোভকারীরা।

বিদিশা রিমঝিম  নামে এক বিক্ষোভকারী সংবাদ সংস্থা এএফপির সামনে বলেন, তাঁদের প্রথম শর্ত প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।  সেই সঙ্গে এই বিক্ষোভে যাঁদের মৃত্যু হয়, তাঁদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

এদিকে উত্তেজনা থামাতে সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়।  কোটা বিরোধী আন্দোলন যাতে নবরূপ নিতে না পারে, তার জন্যযই প্রায় গোটা দেশে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।

Post a Comment

নবীনতর পূর্বতন