কলকাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষের জমি দখল করে তৃণমূল কংগ্রেসের বানানো পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের মামলায় কড়া মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ১০০ বছর দখল করে থাকলেও কোনও সম্পত্তিতে কারও অধিকার জন্মায় না।
গত ২০ জুন মাঝেরহাট ব্রিজের কাছে কলকাতা বন্দরের জমি দখল করে গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস ভাঙতে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। পুলিশকে নির্দেশ দেন বন্দরের জমি থেকে পার্টি অফিসটি সরিয়ে ফেলতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির এজলাসের দ্বারস্থ হয় তৃণমূল। আইনজীবী দাবি করেন, দীর্ঘদিন ধরে ওই পার্টি অফিস ওখানেই রয়েছে। পালটা বন্দর কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়, সেখানে একটি মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করছে তারা।
একটি মন্তব্য পোস্ট করুন