তমলুক কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দলের বলিয়ে কইয়ে নেতা দেবাংশু ভট্টাচার্য। কিন্তু জিততে পারেননি। তমলুক থেকে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। দলীয় বৈঠকে দেবাংশুর পরাজয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার মুখে পড়তে হয় দেবাংশু সহ আরো ১৩ জন পরাজিত প্রার্থীকে। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ক্ষোভে দেবাংশুর উদ্দেশ্যে বলেন, দেবাংশুর বয়সে সকাল সাতটা থেকে তিনি রাস্তায় থাকতেন। বেলা ১২টার সময় বেরোতেন না।
আর এরপরেই দেবাংশু তার কাজের খতিয়ান দেওয়া শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে দেবাংশু বলেছেন, সকাল ৬টায় ঘুম থেকে উঠে স্নান করে এক বাটি ছাতুর শরবত খেয়ে রোজ সকাল ৮টার মধ্যে বেরিয়ে পড়তাম। যথাসময়ে প্রচারেও বেরিয়েছেন তিনি, এমনটাই জানান দেবাংশু। ফেসবুক পোস্টে দেবাংশু আরো লেখেন, মার্চ মাসে ওজন ছিল ৮৩ কিলো, আজ কমে হয়েছে ৭৭ কিলো, এই আড়াই মাসের মধ্যেই এই ওজন কমে গিয়েছে। ৬ কিলো ওজনের বিনিময়ে ৬ লক্ষ ৮৭ হাজার মানুষের ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। আমার কাছে এই নির্বাচনের এটাই নির্যাস। তবে হারের কারণ হিসেবে দেবাংশু তুলে ধরেছেন টাকার বিষয়।
তিনি লিখেছেন, পরিশ্রমে নিজের ১০১ শতাংশ দিয়েছি, যা করতে পারি তার থেকে অনেকটা বেশিই করেছি। কিন্তু টাকার কাছে হেরে গিয়েছি। গোটা জেলায় নেতাকর্মী নয়, ভোট করিয়েছে শুধু টাকা। কোটি কোটি টাকার বিরুদ্ধে আমাদের এই লড়াই ব্যর্থ হয়ে গিয়েছে। এছাড়াও আরো অন্যান্য কারণ তুলে ধরেছেন দেবাংশু। তবে দলীয় এক নেতার কথায়, দেবাংশু ফেসবুক পোস্টে যা লিখেছেন তাতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকেই ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন