Top News

মহেশতলায় সিলিন্ডার ফেটে পর পর বিস্ফোরণ


 দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় সাতসকালে সিলিন্ডার ফেটে দুর্ঘটনা। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। এই ঘটনায় অন্তত তিন জনের জখম হওয়ার খবর মিলেছে। তাঁদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক।

মহেশতলার ১১ নম্বর ওয়ার্ডের সরকারপাড়ার ঘটনা। শনিবার সেখানকার একটি বহুতলের সিলিন্ডারে বিস্ফোরণ হয়। পর পর দু’বার বিস্ফোরণ হয়েছে ওই বহুতলে। যার ফলে সেখানে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকলে।

কী ভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সকালে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা। পর পর দু’বার তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। তার পর জানা যায়, এলাকার একটি আবাসনের চার তলায় সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে ওই বহুতলের মালিক গুরুতর জখম হন। এ ছাড়া আরও দু’জন জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সিলিন্ডার বিস্ফোরণের ফলে ওই বহুতলের দেওয়াল ভেঙে তার একাংশ রাস্তায় পড়ে যায়। তার আঘাতেও জখম হন রাস্তায় দাঁড়িয়ে থাকা কেউ কেউ। বিস্ফোরণের ফলে বহুতলে আগুন লেগে গিয়েছিল। তা নিয়ন্ত্রণে আনতে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে যান এলাকার কাউন্সিলরও। এ ছাড়া, সিইএসসির আধিকারিকেরাও ওই বহুতলে পৌঁছন। আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ঘটনায় বহুতলটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে।

Post a Comment

নবীনতর পূর্বতন