লোকসভার শুরু থেকেই এবার নরেন্দ্র মোদিকে চ্য়ালেঞ্জের পথে হাঁটলেন রাহুল গান্ধী। শেষ অবধি বিরোধী দলনেতার আসনে বসলেন তিনি। যার ফলে সিবিআই প্রধান থেকে সেন্ট্রাল ভিজিল্য়ান্স কমিশনার - গুরুত্বপূর্ণ পদাধিকারীদের বাছতে এবার মোদির মুখোমুখি বসবেন রাহুল। এরইসঙ্গে স্পিকার পদ নিয়েও এনডিএ-র সঙ্গে সংঘাতে ইন্ডিয়া। বিজেপির পাল্টা নিজেদের প্রার্থী দাঁড় করাল কংগ্রেস। আজ ভোটাভুটি।
লোকসভায় এবার মোদি বনাম রাহুল। দশ বছর পর বিরোধী দলনেতা পাচ্ছে লোকসভা। আর অবশেষে সেই পদে বসলেন রাহুল গান্ধী। স্পিকার পদে নির্বাচন নিয়ে টানাপোড়েনের মধ্য়েই, মঙ্গলবার INDIA জোটের বৈঠকে সিলমোহর পড়ল এই সিদ্ধান্তে। বিরোধী শিবিরের মুখ হিসেবে বেছে নেওয়া হল রাহুলকেই। ১৯৮৯ থেকে ১৯৯১ অবধি লোকসভায় বিরোধী দলনেতা ছিলেন রাজীব গাঁধী। ১৯৯৯ থেকে ২০০৪ অবধি বিরোধী দলনেত্রী ছিলেন সনিয়া গাঁধী। দু'দশক পর সেই আসনে বসতে চলেছেন রাহুল গান্ধী।
একটি মন্তব্য পোস্ট করুন