গত সপ্তাহে টানা বৃষ্টির জেরে গরমের হাত থেকে খানিকটা স্বস্তি মিলেছে। রিমলের টানে আগাম বর্ষা দেশে। এসবের মধ্যেই এবার বর্ষার আগমন নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে দেশে বর্ষা ঢুকবে। প্রতিবারই বাংলায় উত্তরবঙ্গে আগে বর্ষা প্রবেশ করে। কলকাতায় বর্ষা প্রবেশের নির্ধারিত দিনক্ষণ ১১জুন। তবে অনেক মরসুমেই একইসঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করে মৌসুমী বায়ু। আপাতত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী পাঁচ দিন ধরে লাগাতার বাড়তে থাকবে তাপমাত্রা।
কলকাতায় গুমোট গরম ভোগাবে। বিকেলের দিকে হাল্কা বৃষ্টি হলেও হতে পারে। আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা ধাপে ধাপে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই।
পালাবে গরম! বাংলায় ঢুকল বর্ষা
NewsTapবাংলা desk
0
একটি মন্তব্য পোস্ট করুন