কমবেশি প্রায় প্রত্যেকদিনই খবরের শিরোনামে থাকছে কলকাতার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের মত ভয়ংকর ঘটনা। বর্তমানে এ যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে শহরের বুকে। আজকেও একটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই শহর কলকাতার নিরাপত্তা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
আর সেই বিষয় নিয়েই এদিন কলকাতা পৌরসভা এবং রাজ্যকে ধুয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত, এদিন বালুরঘাটে একটি কর্মসূচিতে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সেখানেই তিনি বলেন, "গোটা কলকাতায় এখন জতুগৃহতে পরিণত হয়েছে। এখানে কোনো কিছুতেই মেয়র এবং কাউন্সিলাররা কোন নজর দেন না। সেই কারণেই এমন পরিস্থিতি। এমন হতে হতে গোটা কলকাতাটাই না পুড়ে যায়।"
একাংশ বলছেন, বাস্তবিক অর্থে কলকাতার মানুষের এখন নিরাপত্তা প্রায় নেই বললেই চলে। কোথায় কখন কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তা কেউ জানে না। তাই সেদিক থেকে সুকান্ত মজুমদারের এই বক্তব্য সরকারের কাছে খোঁচা মনে হলেও, তা অত্যন্ত বাস্তবে এবং সময়োপযোগী। এখনও যদি সরকার এবং কলকাতা পৌরসভা সেদিকে নজর না দেয়, তাহলে ভবিষ্যতে শহর কলকাতা আরও বিপদের মুখে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
একটি মন্তব্য পোস্ট করুন