Top News

বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার,'স্ট্রাকচারাল সার্টিফিকেট' বাধ্যতামূলক

 


কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে দেশের সবথেকে নিরাপদ শহর কলকাতা। শুধুমাত্র অপরাধ কম হওয়া নয়, অপরাধের অভিযোগ গ্রহণ, তাতে পদক্ষেপ ও দোষীদের গ্রেফতার করার সব মাপকাঠিতেই সেরা শহর কলকাতা। সেই মান ধরে রাখতে আরও প্রস্তুতি কলকাতা পুলিশের। নির্ভয়া প্রকল্পে এক দফা নজরদারি ক্যামেরা বসানোর পরে আবার শুরু ক্যামেরা বসানোর কাজ।

পুরসবা সূত্রে জানা গিয়েছে, প্রতি সপ্তাহেই নিয়ম করে কলকাতা পুরসভায় বেআইনি নির্মাণের নিয়মিতকরণের জন্য আবেদন জমা পড়ে। এত দিন একটি নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে বেআইনি নির্মাণের নিয়মিতকরণ সম্ভব হত। কিন্তু সেই নিয়মে বদল আনা হচ্ছে।

কলকাতা পুরসভার সূত্রে জানা গিয়েছে, এ বার থেকে কোনও বেআইনি নির্মাণের নিয়মিতকরণের জন্য 'স্ট্রাকচারাল সার্টিফিকেট' বাধ্যতামূলক করা হচ্ছে। আগের মতোই শংসাপত্র পেতে কলকাতা পুরসভার কাছে আবেদন জানাতে হবে। সেই আবেদনের ভিত্তিতে পুরসভার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট নির্মাণের পরিস্থিতি খতিয়ে দেখবেন। প্রাথমিক ভাবে দেখা হবে, সংশ্লিষ্ট নির্মাণের গঠন ঠিক রয়েছে কি না। সেই নির্মাণের কোনও অংশ ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে কি না। যদি দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার দেখেন, ওই নির্মাণ ভেঙে পড়ার কোনও সম্ভাবনা নেই, তবেই তিনি 'স্ট্রাকচারাল সার্টিফিকেট' দেবেন।

কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের বেআইনি নির্মাণ সংক্রান্ত বিষয় নজরদারির জন্য মাত্র এক জন বিশেষ আধিকারিক (বিল্ডিং) রয়েছেন। নতুন এই নিয়ম চালু হয়ে গেলে বাড়তি আরও কয়েক জন আধিকারিককে এই কাজে নিয়োগ করা হবে। তবে নতুন নিয়ম কার্যকর করার ক্ষেত্রে বেশ কিছু প্রশ্নও সামনে এসেছে। 'স্ট্রাকচারাল সার্টিফিকেট' পেতে প্রোমোটাররা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে আর্থিক প্রলোভন যাতে না দিতে না পারেন,সেদিকেও নজর দেওয়া হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন