Top News

বন্ধ হয়ে গেল ব্রিটানিয়ার তারাতলার কারখানা, কাজ হারালেন অনেকে


 হাইলাইটস

ব্রিটানিয়ার তারাতলা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল

স্থায়ী কর্মীদের এককালীন অর্থ দিয়েছে কোম্পানি

অস্থায়ী কর্মীরা কোনও অর্থ পাননি বলে অভিযোগ

বাংলার শিল্পের জন্য বড়সড় দুঃসংবাদ। বন্ধ হয়ে গেল তারাতলা ব্রিটানিয়া কোম্পানি। কারখানায় স্থায়ী কর্মী ছিলেন ১২২ জন। অস্থায়ী কর্মী ছিলেন ২৫০ জন। স্থায়ী কর্মীদের এককাকীন ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। যাঁরা ১০ বছরের বেশি সময় কাজ করেছেন, তাঁদের এককালীন ২২ লক্ষ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে৷ ৬-১০ বছর কাজ করেছেন, এমন কর্মীরা পেয়েছেন ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা। তার চেয়েও কম সময় কাজ করেছেন এমন কর্মীদের ১৩ লক্ষ ২৫ হাজার টাকা করে দিয়েছে কোম্পানি৷


২০০৪ সাল থেকে ব্রিটানিয়া কোম্পানি ক্যাজুয়াল স্টাফ নেওয়া শুরু করেন। স্থায়ী কর্মীদের এককালীন টাকা দেওয়া হলেও অস্থায়ী কর্মীরা কেনও টাকা পাননি বলে অভিযোগ।


১০০ বছরেরও বেশি প্রাচীন ব্রিটানিয়া কোম্পানি বাংলার সংস্কৃতির অংশ হয়ে গিয়েছে৷ 'দাদু খায়, নাতি খায়..' এই বিজ্ঞাপনী ক্যাপশন ফিরত লোকের মুখে ফেরে এখনও৷ ব্রিটানিয়া কোম্পানিতে আড়াই হাজার টন উৎপাদন হত। কিন্তু শেষ পর্যন্ত বন্ধই হয়ে গেল কারখানা৷ কর্মীরা কাজে গিয়ে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখতে পান।


কোম্পানি বিবৃতি দিয়ে জানিয়েছে, স্থায়ী কর্মীদের ভিআরএস বা স্বেচ্ছাবসর বাবদ প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। তারাতলার কারখানা বন্ধের ফলে ব্যবসায় কোনও প্রভাব পড়বে না বলেও দাবি করা হয়েছে ব্রিটানিয়ার তরফে। তবে বিবৃতিতে অস্থায়ী কর্মীদের পাওনাগণ্ডার বিষয়ে কিছু বলা হয়নি।

Post a Comment

নবীনতর পূর্বতন