প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে গাফিলতি নিয়ে ইডিকে হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয় কড়া হুঁশিয়ারি দিয়ে এবার ইডি অফিসারদের চূড়ান্তভাবে সতর্ক থাকতে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ইডি অফিসারদের চূড়ান্তভাবে সতর্ক থাকতে বললেন বিচারপতি।
এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করে সিবিআই ও ইডি। তাদের আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, এখনও পর্যন্ত আমরা প্রায় ১৪৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছি। তার বাজার মূল্য ২৫০ কোটিরও বেশি। যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলির যাচাই পদ্ধতি সম্পন্ন হয়ে গিয়েছে। কোনও সম্পত্তি দখলমুক্ত করা যায়নি। ফলে এতেই প্রমাণ হয়, ইডি যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তার বিশ্বাসযোগ্যতা রয়েছে।’প্রশ্ন তুলেছেন। তার কোনও সদুত্তর দিতে পারেননি কেন্দ্রীয় সংস্থার আইনজীবী। ইডির দাবি আমরা প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছি। যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁরা কেউ এখনও জামিন পাননি। তদন্ত দ্রুত গতিতে এগচ্ছে।
যদিও দুই কেন্দ্রীয় সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে তেমন সন্তুষ্ট নন বিচারপতি সিনহা। এই মামলায় অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্ট করার পরও কেন তদন্ত এগচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি এই মামলায় গত সেপ্টেম্বর মাসে রাজ্যকে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। রাজ্য এখনও সেই রিপোর্ট জমা দেয়নি। বিষয়টি নিয়েওক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি সিনহা। ৩০ জুলাই মামলার পরবর্তী শুনানি। ওইদিন তদন্তের অগ্রগতি সংক্রান্ত তথ্য জানাতে হবে দুই কেন্দ্রীয় সংস্থাকে।
ইডির আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি সরাসরি বলেন, 'আপনাদের কিছু আধিকারিককে সতর্ক হতে বলুন। আদালতের কাছেও অনেক তথ্য আসছে। বিশ্বাসযোগ্য সূত্র থেকেই তথ্যগুলি আসছে। আদালত জানতে পেরেছে ওই আধিকারিকদের কাজে অনীহা রয়েছে। কাকে জেরা করা হবে, কাকে জেরা করা হবে না, তা নিয়ে বাছবিচার করা হচ্ছে। ভুলে যাবেন না আদালতের নজরদারিতে তদন্ত চলছে। তাই আমার কাছেও কিন্তু খবর আসছে।চূড়ান্তভাবে সতর্ক থাকতে বলুন আপনার অফিসারদের।'
একটি মন্তব্য পোস্ট করুন