Top News

Narendra Modi: ‘উচ্চারণ ভুলের জন্য…’ রবি ঠাকুরের কবিতা বলেও ক্ষমা চাইলেন মোদী



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের একেবারে শেষ পর্বে। তিনি কার্যত বাংলায় প্রচারে ঝড় তুলে দিচ্ছেন। আর বাংলায় এলেই বরাবরের মতোই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, নেতাজির কথা উল্লেখ করছেন তিনি।

এর আগেও তিনি কবিগুরুর কবিতা আবৃত্তি করেছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বাংলা বলার ক্ষেত্রে তাঁর যেহেতু ভাষাগত একটা সমস্যা হয় সেকারণে কবিগুরুর কবিতা বলার ক্ষেত্রে উচ্চারণগত সমস্যা থেকে যেতেই পারে। আর সেই উচ্চারণ নিয়েই নানা সময় ট্রোল করতে দেখা যায়। তবে এবার আগেভাগেই উচ্চারণগত সমস্যার কথা জানিয়ে দিলেন মোদী।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বান গঙ্গোপাধ্যায় ও কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে সভা করেন মোদী। সেখানেই তিনি কবিগুরুর বাংলার মাটি বাংলার জল কবিতাটি আবৃত্তি করেন।

কবিতার কিছুটা অংশ আবৃত্তি করার পরে মোদী বলেন, আমি আমার উচ্চারণের ভুলের জন্য আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। জোড়হাত করেন মোদী। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলায় অধিকাংশ সভাতেই দেখা যায় মোদী বাংলায় কিছুটা অংশ বলছেন। হয়তো তাতে উচ্চারণগত কিছু সমস্যা রয়েছে। তবুও চেষ্টা করছেন তিনি। তবে অনেকের মতে এই উচ্চারণগত সমস্যা থাকাটা খুবই স্বাভাবিক। তবে মোদী এদিন এনিয়ে নিজেই আগাম ক্ষমা চেয়ে নিয়েছেন।

 

Post a Comment

নবীনতর পূর্বতন