ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তছনছ হয়েছে বাংলার বিস্তীর্ণ অঞ্চল। ভারী বৃষ্টিতে ভেসেছে কলকাতা। এরই মাঝে বর্ষার আগমন ঘনিয়ে এসেছে। এই আবহে সোমবার বর্ষা নিয়ে বড় আপডেট দিল আইএমডি। এর জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে দেশের একটা বড়...
আইএমডি জানিয়েছে, এবছর ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ষাকালে। ভারতে বর্ষাকালে বৃষ্টির দীর্ঘমেয়াদী গড় ৮৭ সেন্টিমিটার। সেই গড়ের ১০৬ শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার শুরুতে এল নিনোর পরিস্থিতি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বর্ষায় ভালো বর্ষণ হবে।
সোমবারের আপডেট অনুযায়ী, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ আরব সাগরের কিছু অংশ, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরি, বঙ্গোপসাগরের আরও কিছু অংশ এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির কিছু অংশে মৌসুমী বায়ুর অগ্রগতির পরিস্থিতি অনুকূল হয়ে উঠবে। তবে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা কবে প্রবেশ করবে, সেই নিয়ে সোমবারের আইএমডির পূর্বাভাসে কিছু উল্লেখ করা হয়নি। এর আগে ৩১ মে কেরলে বর্ষা ঢোকার পূর্বাভাস দেওয়া হয়েছিল।
তবে এরই সঙ্গে এবার বর্ষার সময় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলেও জানিয়েছে আইএমডি। মৌসম ভবন জানিয়েছে, জুন মাসে তাপপ্রবাহের প্রকৃতি বদলাতে পারে। উত্তর-পশ্চিম ভারতে প্রচণ্ড তাপদাহ দেখা যেতে পারে। দিনের বেলায় গরম লাগতে পারে। বাতাসে আর্দ্রতা থাকতে পারে। তাই তাপমাত্রা বেশি হবে। বর্ষায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ায় তাই অস্বস্তিতে পড়বে দেশের একটা বড় অংশ।
এদিকে আইএমডি জানিয়েছে, বর্ষা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা ৩২ শতাংশ (লং পিরিয়ড অ্যাভারেজ বা এলপিএ-র ১০৫ থেকে ১১০%) এবং বর্ষায় অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ২৯ শতাংশ (এলপিএ-র ১১০% এরও বেশি)। আইএমডির মতে, মৌসুমী বায়ুর ফলে স্বাভাবিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৩১% (এলপিএ-র ৯৬ থেকে ১০৪%) এবং স্বাভাবিকের চেয়ে কম হওয়ার সম্ভাবনা মাত্র ৮% (এলপিএ-র ৯০ থেকে ৯৫%) এবং ঘাটতি বৃষ্টিপাতের সম্ভাবনা ২ শতাংশ।
এর আগে হাওয়া অফিস ইঙ্গিত দিয়েছিল, জুন মাসের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে। উল্লেখ্য, জলপাইগুড়িতে মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ৭ই জুন। তবে গতবছর তা দেরিতে ঢুকেছিল। অবশ্য এবার উত্তরবঙ্গে স্বাভাবিকের আগেই বর্ষা ঢুকতে পারে বলে ইঙ্গিত মিলছে। এই আবহে দক্ষিণবঙ্গেও আগেভাগেই বর্ষা ঢুকতে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন