
আগামী ১ জুন সপ্তম তথা শেষ দফার নির্বাচন। বারুইপুরে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিন পরই ভোটগ্রহণ দক্ষিণ ২৪ পরগনার সব কেন্দ্রে। জয়নগর, যাদবপুর, মথুরাপুর এবং ডায়মন্ডহারবারে। তার মধ্যেই সিপিএম–বিজেপির মধ্যে সেটিংয়ের তত্ত্ব তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী। একেবারে লোকসভা কেন্দ্রের নাম উল্লেখ করে তা জানিয়ে দিলেন। দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম–বিজেপির ‘সেটিং’ হয়েছে। বারুইপুরের সভা থেকে এমনই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দাবির পর থেকেই তেতে উঠেছে সিপিএম।
এদিকে দমদম লোকসভা কেন্দ্রে জোর প্রচার চালাচ্ছেন তিন দলের প্রার্থীই। হ্যাটট্রিক করা সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএমের প্রথমসারির নেতা সুজন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেস থেকে আসা শীলভদ্র দত্ত বিজেপির টিকিটে লড়ছেন। সপ্তম দফার ভোটের আর মাত্র দু’দিন বাকি। তার আগেই বিস্ফোরক অভিযোগ করলেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দমদম লোকসভা কেন্দ্র নিয়ে সিপিএম–বিজেপির মধ্যে ‘সেটিং’ হয়েছে। এমন কথা তাঁর কানেও এসেছে। জনসমক্ষে তা তিনি নিয়ে এসেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন