Top News

মুখ্যমন্ত্রী হওয়ার জন্য গুজরাতে দাঙ্গা করিয়েছিলেন মোদী, বেহালায় বেলাগাম মমতা

 


দাঙ্গা করে গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার সন্ধ্যায় বেহালায় দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে জনসভা থেকে এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী আর দিন সাতেকের প্রধানমন্ত্রী বলেও এদিনের সভা থেকে কটাক্ষ করেন মমতা।

এদিন মমতা সভার শুরুতে বলেন, ‘যে কার আমি করিনি। বা যে কাজ আমি করতে পারব না। সেকথা আমি বলব না।’এর পরই মোদীকে আক্রমণ করে তিনি বলেন, ‘বাংলা নদীমাতৃকার দেশ। তাই দেখবেন, বাংলায় সাইক্লোনটা প্রতি বছর হয়। আমাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়। এই টাকা তো কেউ দেয় না। আমফান, বুলবুল, সুনামি হচ্ছে তো হচ্ছে। কখনও কখনও কোনও কথা বলা শোভা পায় না।’

এর পরই মোদীকে কটাক্ষ করে মমতা বলেন, ‘আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী কথাটা হয় তো আর সাত আট দিন বলতে পারবেন। তার পরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। তিনি কাকদ্বীপে দাঁড়িয়ে বলছেন, সাইক্লোন তো হামনে দিল্লি সে ব্যায়েঠকে মনিটর কিয়া। এত ঝুটা? এত মিথ্যে কথা বলা শোভা পায়? আর NDRF আমাদের দেখাচ্ছে। NDRF একটা কাজ করলে আমাদের টাকা দিতে হয়। বিনা পয়সায় করে না। কতটুকু জানেন আপনি? আপনি তো গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছেন দাঙ্গা করেছেন তার পরে। আপনি প্রধানমন্ত্রী যখন হলেন তার আগে দেশকে চিনতেন না। সারা দেশের খবর রাখতেন না।’

২০০২ সালের ফেব্রুয়ারি মাসের শেষে হয়েছিল গুজরাত দাঙ্গা। তার ঠিক ৪ মাস আগে ২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবারের জন্য গুজরাতের মুখ্যমন্ত্রীর শপথ নেন নরেন্দ্র মোদী। গুজরাত দাঙ্গায় প্রশাসনিক মদত ছিল বলে আদালতে একাধিক মামলা হয়। সেই মামলায় সরকার প্রভাব খাটাতে পারে বলে অভিযোগ করেন মামলাকারীরা। সেই আবেদনের ভিত্তিতে গুজরাত দাঙ্গা সংক্রান্ত সমস্ত মামলার শুনানি গুজরাতের বাইরে করতে হবে বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সঙ্গে যাবতীয় অভিযোগের তদন্তে SIT গঠন করে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে বম্বে হাইকোর্টে গুজরাট দাঙ্গার মামলাগুলির শুনানি হয়। ২০১২ সালে নরেন্দ্র মোদীকে নির্দোষ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। গুজরাত দাঙ্গার সময় কেন্দ্রে ক্ষমতায় ছিল বাজপেয়ী সরকার। কিন্তু ২০০২ সাল থেকে এই ঘটনার তদন্ত চলাকালীন পুরো সময়টাই ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন UPA.


Post a Comment

নবীনতর পূর্বতন