সোমবার এই মামলায় শাহজাহান, আলমগির, দিদার বক্স মোল্লা ও শিবু হাজরাকে আদালতে হাজির করানো হয়। শাহজাহান ও আলমগিরের আইনজীবী জামিনের আবেদন করেন। দু'জনেরই জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। এদিন আদালতে ইডির আইনজীবী আদালতকে জানান, জমি, ভেড়ি দখল করে ও অন্যান্য উপায়ে দুর্নীতি করে শাহজাহানের ২৬০ কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে ইডি। তবে এই সম্পত্তির পরিমান আরও বাড়তে পারে।
এদিন শাহজাহানের ভাই আলমগির মোল্লা জামিনের আবেদন করে জানান, স্ত্রী গর্ভবতী, তাই তাকে জামিন দেওয়া হোক। তার আইনজীবী আদালতকে বলেন, ইতিমধ্যে আলমগিরের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। ফলে তাঁর স্ত্রী অর্থকষ্টে ভুগছেন। তাছাড়া তাঁকে দেখভাল করারও কেউ নেই। জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, জামিন পেলে আলমগির তথ্যপ্রমাণ নষ্ট করবেন। তাছাড়া তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেনি ইডি। তাঁর স্ত্রীকে দেখভাল করার জন্য বাড়িতে অনেক লোক রয়েছে।
এদিন ইডির পেশ করা তথ্যে শাহজাহানের বিপদ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। সঙ্গে ইডির পেশ করা তথ্য ভোটের মধ্যে বিরোধীদের হাতে নতুন তথ্য তুলে দিল বলে মনে করা হচ্ছে। যাতে বিপদ বাড়ল তৃণমূলেরও।
একটি মন্তব্য পোস্ট করুন