যষ্ঠ দফায় উত্তপ্ত ঝাড়গ্রাম (Jhargram)। গড়বেতা মঙ্গলপোতায় (Garbeta Mangalpota) ধুন্ধুমার। বিজেপি প্রার্থী প্রণত টুডুর (BJP Candidate Pranat Tudu) গাড়িতে হামলার অভিযোগ। ইটবৃষ্টি, বিক্ষোভ,ভাঙচুর। কার্যত ধুন্ধুমার অবস্থা। আক্রান্ত খোদ বিজেপি প্রার্থী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুথ পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। তৃণমূল কর্মী-সমর্থকেরা তাঁকে দেখে তাড়া করেন। অভিযোগ, ইট ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। তাঁর গাড়ির কাচ ভেঙে গিয়েছে। গড়বেতায় প্রণত টুডুর গাড়িতে হামলার ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান জখম হয়েছেন। তাঁর মাথায় আঘাত লেগেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি ওই এলাকায় অশান্তি করছে। গড়বেতার ঘটনায় কড়া পদক্ষেপ কমিশনের। বিজেপি প্রার্থীর উপর হামলা, জওয়ানের মাথা ফাটার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। দ্রুত সেখানে আরও বাহিনী পাঠানোর নির্দেশ।
স্থানীয় সূত্রের, ভোটগ্রহণ শুরু হওয়ার পরই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গড়বেতা। বিজেপি প্রার্থী প্রণত টুডু গড়বেতায় যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একাংশ। উত্তেজনা এমন পর্যায় পৌঁছে যায় যে তৃণমূলের লোকেরা লাঠি ও লোহার রড নিয়ে তাড়া করেন প্রণত টুডুকে।
অভিযোগ, বিজেপি প্রার্থী প্রণত টুডুর (BJP Candidate Pranat Tudu) গাড়িতে হামলার অভিযোগ। ইটবৃষ্টি, বিক্ষোভ,ভাঙচুর। পরিস্থিতি সামলাতে গিয়ে আহত হন কর্তব্যরত CISF জওয়ান। প্রবল বিক্ষোভের মুখে এলাকা ছাড়েন প্রার্থী। বিজেপি প্রার্থী প্রণত টুডু জানান, ঝাড়গ্রামকে সন্দেশখালি বানিয়ে দিয়েছে তৃণমূল। এখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না। পুলিশ প্রশাসন বলে কিছু নেই। আমাদের তরফে কোনও প্ররোচনা ছিল না। এরা গো ব্যাক স্লোগান দিচ্ছে। নিরাপত্তারক্ষী ছিল বলে আমি বেঁচেছি। না হলে প্রাণ নিয়ে ফিরতে পারতাম না।
একটি মন্তব্য পোস্ট করুন