ভোটের আগে গতকাল শেষ প্রচার। আর সেই প্রচারের একদম শেষ মুহূর্তে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে রোড শো করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যাদবপুরে বামেদের ভোটার বেশি হলেও এবং তৃণমূল হেভিওয়েট প্রার্থী দিলেও এখানে বিজেপির কি হবে, সেই প্রশ্ন ছিল অনেকেরই। অবশেষে রোড শো থেকে লড়াই কঠিন হলেও, বিজেপি যে যাদবপুরে পদ্ম ফোটাবে, সেই ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ্য সভাপতি।
সূত্রের খবর, আজ প্রচারের একদম শেষ লগ্নে যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন সুকান্ত মজুমদার। আর সেখানেই যাদবপুরের ফলাফল নিয়ে তাকে প্রশ্ন করা হয়। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “দেখুন, যে কোনো লড়াই সহজ হয় না। যেটা বাস্তব, যাদবপুরের মাটি যে কথা বলছে, সেই কথাই তুলে ধরেছেন। অর্থাৎ লড়াই যে এখানে কিছুটা হলেও কঠিন, তা স্বীকার করে নিয়েছেন।
পাশাপাশি বিজেপি যে যথেষ্ট লড়াই দেবে এবং জয়ের পক্ষে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে, তা বোঝা গেলো সুকান্তবাবুর এই বক্তব্যের মধ্যে দিয়ে। তবে গণনার দিন ভোটবাক্স খোলার পর যাদবপুরের রায় কি হবে, তা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
একটি মন্তব্য পোস্ট করুন