Top News

গেরুয়া নাকি সবুজ ! বাংলায় বেশী বিক্রি হবে কোন রঙের আবির ? ষষ্ঠ দফার পরে ছবিটা কী?




 এবারের নির্বাচনে বাংলা, ওড়িশা, তেলেঙ্গানা সহ বেশ কিছু রাজ্য থেকে যথেষ্ট সংখ্যক আসন দখলে আনতে পারে বিজেপি, এমনটাই দাবি করছে গেরুয়া শিবির। এবার নির্বাচনে এই সমস্ত রাজ্যের ফলাফল কি হতে পারে, তা নিয়ে চর্চা চলছে। জাতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরা, যারা বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে গবেষণা করে থাকেন, বাংলায় কত শতাংশ মুসলিম ভোট, কত শতাংশ এসসি এবং এসটি ভোট, কত শতাংশ মহিলা ভোট আলাদা করা যেতে পারে, কত শতাংশ ভোট কখন কোন ফ্যাক্টর এর উপর দাঁড়িয়ে কোন দিকে সুইং করতে পারে, এই ধরনের গবেষণা করেন যারা, তারা এবার বাংলার ফলাফল নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন।


বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, ষষ্ঠ দফায় দেশজুড়ে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। বাংলাতে ষষ্ঠ দফার ভোটে যথেষ্ট অশান্তি লক্ষ্য করা গিয়েছে। যাকে কেন্দ্র করে বিজেপির প্রার্থীদের একাংশ খুব একটা সন্তুষ্ট নন। যদিও তার কারণ হিসেবে স্থানীয় পুলিশ প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন তারা। এবার ষষ্ঠ দফায় নির্বাচন সম্পন্ন হওয়ার পরে দেখা যাচ্ছে, বাংলার ৪২ টি আসনের মধ্যে ৩৩ টি আসনের ভোটগ্রহণ হয়ে গিয়েছে। সেখানে কি ফলাফল হতে পারে? সেখানে তাদের পর্যবেক্ষণে জানা যাচ্ছে, বিজেপি জেতার ক্ষেত্রে একেবারে নিশ্চিত হতে পারে– আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, মালদহ উত্তর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান- দুর্গাপুর, আসানসোল, আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, বিষ্ণুপুর, কাঁথি এবং তমলুক, এই ১৫ টি আসন।

এবার তৃণমূল  কোন আসনগুলি জিততে পারে? তার মধ্যে রয়েছে– জঙ্গিপুর, উলুবেড়িয়া, বোলপুর, শ্রীরামপুর এবং ঘাটাল। এই ৫টি আসন।

সিপিএম মুর্শিদাবাদ আসনে জয়লাভ করতে পারে এবং কংগ্রেস জয়লাভ করতে পারে দুইটি আসন– বহরমপুর এবং মালদহ দক্ষিণ।

এবার বাকি রইল ১০টি আসন। এই ১০টি আসনে ১ শতাংশ ভোট স‍্যুইং করলে যেকোনো দলের প্রার্থী জয়লাভ করতে পারে। এতটাই টাইট ফাইট রয়েছে এই ১০টি কেন্দ্রে। কোচবিহার, বালুরঘাট, বীরভূম, বর্ধমান, হুগলি, বাঁকুড়া, হাওড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং পুরুলিয়া। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা দরকার, জাতীয় সংবাদ মাধ্যমের বিভিন্ন ভাবে যে সমস্ত পর্যবেক্ষণ করা হয়েছে, তার মধ্যে ষষ্ঠ দফা পর্যন্ত বাংলার ৩৩ টি আসনে এই ফলাফল হতে পারে বলে জানা যাচ্ছে। সমস্তটাই জাতীয় ক্ষেত্রে একাংশের পর্যবেক্ষণের উপরেই তুলে ধরা হলো।

Post a Comment

নবীনতর পূর্বতন