শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন! তুফানি গতিতে এগিয়ে আসছে ঘুর্ণিঝড় ‘রেমাল’। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও গভীর নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রেমালের প্রভাবে কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩৫ কিলোমিটার। ইতিমধ্যেই সতর্ক রয়েছে প্রশাসন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশের খেপুপাড়া ও বাংলার সাগর দ্বীপের মাঝখান দিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘুর্ণিঝড় রেমালের। । এই মুহুর্তে সমুদ্রে থেকে প্রবল শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। এটি এখন পাক খাচ্ছে সাগরে। আর সেখানে, জল থেকে সংগ্রহ করছে শক্তি। শুষে নিচ্ছে জলীয় স্তর। সেই সমস্ত সংগ্রহ করা শক্তি নিয়েই বাংলায় ঝাঁপিয়ে পড়তে চলেছে সেটি।
এখন সে প্রবল গতি নিয়ে এগিয়ে আসছে। বাংলার ক্যানিং থেকে এর দূরত্ব কমে হয়েছে ৩২০ কিমি-তে। এর জেরে কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। দিচ্ছে ঝোড়ো হাওয়া। বেলা বাড়ার সাথে সাথে বাড়বে দুর্যোগও।
একটি মন্তব্য পোস্ট করুন