Top News

‘‌মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথাই বলছেন’‌, প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল নতুন কথা

 দেশের তামাম বিরোধীরা একমঞ্চে এসে ইন্ডিয়া জোট তৈরি করেছে। প্রধানমন্ত্রী এবং তাঁর সরকারের সমালোচনা করছেন। এই বিষয়টি তাঁর সামনে রাখায় জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই কথায় বেশ চতুরতা আছে বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা। তিনি মুখ্যমন্ত্রীর কথাকেই ঘুরিয়ে নিজের দিকে নিয়ে নিলেন।


বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি নির্বাচনী জনসভায় বলছেন, কেন্দ্রের এই বিজেপি সরকার সরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। ৪ জুনের পর এই সরকার আর থাকবে না। এবার এই মন্তব্যের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শনিবার দেশে শুরু হয়ে গিয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। উৎসবের মেজাজে ভোট চলছে সর্বত্র। বাংলায় যেমন ভোট চলছে তেমন অন্য রাজ্যে ভোট চলছে। এই আবহের মধ্যেই এবার মুখ খুললেন নরেন্দ্র মোদী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার জবাব দিয়েছেন মোদী। আর তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

তাহলে কি ৪ জুনের পর কেন্দ্রে সরকার পরিবর্তন হচ্ছে?‌ বাংলার মুখ্যমন্ত্রীকে তেমন কথাই বলতে শোনা যাচ্ছে। ইন্ডিয়া জোট সরকার আসবে বলছেন। বিজেপি সরকারের মেয়াদ শেষ বলছেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিটিভি–কে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথাই বলছেন। এই সরকারের মেয়াদ ফুরাচ্ছে। নির্বাচনের পর কেন্দ্রে নতুন বিজেপি সরকার তৈরি হবে। ৪ জুন তারিখে এই সরকারের মেয়াদ শেষ হবে এবং নতুন বিজেপি সরকার তৈরি হবে। উনি ঠিকই তো বলছেন। এটা সাংবিধানিক নিয়ম। একটা সরকারের মেয়াদ শেষ হয়। আবার নতুন করে সরকার গঠন হয়। এখানে রাজনীতির কোনও বিষয় নেই। সুতরাং নতুন সরকার তৈরি হবে এবং আমরাই তা তৈরি করব।’‌

প্রধানমন্ত্রীর এই কথায় বেশ চতুরতা আছে বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা। তিনি মুখ্যমন্ত্রীর কথাকেই ঘুরিয়ে নিজের দিকে নিয়ে নিলেন। যা এককথায় রাজনৈতিক চতুরতা। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যে মেয়াদ শেষের তারিখ বলছেন, কী বলবেন?‌ জবাবে নরেন্দ্র মোদী বলেন, ‘‌আমি তো অবিনাশী। আমি তো কাশীর লোক। আর কাশী তো অবিনাশী।’‌ তিনি বিরোধীদের শত্রু হিসাবে দেখেন না বলেও সাক্ষাৎকারে বলেছেন। তাঁর বক্তব্য, ‘‌আমি কাউকে চ্যালেঞ্জ করি না। আর কাউকে কখনও একা ভাবি না। এমনকী আমি কখনও কাউকে ছোট মনে করি না। তারা সরকার গড়েছে ৬০–৭০ বছর ধরে। আমি তাদের কাছ থেকে ভালটা শিখতে চাই। আমি কখনও বিরোধীদেক শত্রু মনে করি না।’‌

দেশের তামাম বিরোধীরা একমঞ্চে এসে ইন্ডিয়া জোট তৈরি করেছে। প্রধানমন্ত্রী এবং তাঁর সরকারের সমালোচনা করছেন। এই বিষয়টি তাঁর সামনে রাখায় জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর কথায়, ‘‌যে কেউ যাঁর অভিজ্ঞতা আছে তিনি আমায় পরামর্শ দিলে আমি সেটাকে স্বাগত জানাই। মিডিয়ার সামনে তাঁরা খারাপ বলুক বা ভাল, দেশের স্বার্থে ভাল কোনও প্রস্তাব দিলে সেটাকে স্বাগত জানাই। আমি কারও খারাপ চাই না। আমি অতীতের ধ্যানধারণা থেকে বেরিয়ে আসতে চাই। আমি ভারতের নতুন ভবিষ্যৎ গড়তে চাই।’‌




Post a Comment

নবীনতর পূর্বতন