পূর্ব রেলের হাওড়া-বর্ধমান মেন লাইনে সকাল সকাল ব্যাহত ট্রেন পরিষেবা। এক দুর্ঘটনার জেরে ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল। জানা গিয়েছে, একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় এই বিপত্তি ঘটে। লিলুয়া স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
এর জেরেই সকাল সকাল অফিস টাইমে চরম ভোগান্তি লোকাল ট্রেনের যাত্রীদের। আজ পূর্ব রেলের হাওড়া-বর্ধমান মেন লাইনে ব্যাহত হল ট্রেন পরিষেবা। এক দুর্ঘটনার জেরে ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল। জানা গিয়েছে, একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় এই বিপত্তি ঘটে। লিলুয়া স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, সকাল ৭টা ১০ মিনিট নাগাদ শেওড়াফুলি থেকে আসা একটি খালি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটির একটি কামরা লিলুয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। যার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয় হাওড়া-বর্ধমান মেন লাইনে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান রেলের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। লাইনচ্যুত কামরা তোলার কাজ শুরু হয় তখনই। এর জেরে আপ লাইন ধরে ধীর গতিতে ট্রেন এগোলেও, বেশ কিছু সময় ধরেই ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। আর তাই অফিস টাইমে ভোগান্তির মুখে পড়তে হয় লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে শেওড়াফুলি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে যাচ্ছিল এই ফাঁকা লোকাল ট্রেনটি। লিলুয়া স্টেশনের কাছে ট্রেনটির ডাউন মেন লাইন থেকে রিভার্স লাইনে ওঠার কথা ছিল। কিন্তু সেটি লাইনচ্যুত হওয়ার জেরে ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
এদিকে লিলুয়ায় এই দুর্ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে পর পর দাঁড়িয়ে পড়ে ব্যান্ডেল, বর্ধমান লোকাল। পরে একটি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন পাঠানো হয় লিলুয়ায়। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলে আশ্বাস দেয় রেল কর্তৃপক্ষ। পরে ৮টা ১৮ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয় এই লাইনে। এদিকে কেন এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে বলে জানায় রেল।
রিপোর্ট অনুযায়ী, হাওড়া থেকে ছাড়া ট্রেনগুলিকে বেলুড় স্টেশন পর্যন্ত নিয়ে আসা হচ্ছে হাওড়া-বর্ধমান আপ কর্ড লাইন দিয়ে। তার পর ট্রেনগুলিকে তোলা হচ্ছে হাওড়া-বর্ধমান আপ লাইনে। এদিকে হাওড়াগামী লোকাল ট্রেনগুলি শ্রীরামপুর, উত্তরপাড়ার মতো স্টেশনে আটকে রয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।
একটি মন্তব্য পোস্ট করুন