সভা মঞ্চ থেকে মোদি বাংলার উন্নয়ন যে তৃণমূল পিছিয়ে দিচ্ছে সেই কথাও জানিয়ে দেন। বাংলার উন্নয়ন করতে হলে বিজেপির নেতৃত্বেই সেটা সম্ভাব বলে জানান তিনি। মোদি বলেন, বাংলার বুদ্ধিমান মানুষ জানেন, দেশের সরকার দমদার হওয়া উচিত। দেখে নেবেন ৪ জুন নতুন ইতিহাস রচনা করা হবে। বাংলায় ৪ জুন আরও বেশি সংখ্যায় পদ্ম ফুটবে। সিপিএমকে ভোট দেবেন না। কারণ সিপিএমকে ভোট দেওয়ার অর্থ তৃণমূলের হাতটাই শক্ত করা। এরপরেই মোদি আত্মবিশ্বাসের সুরে বলেন, যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন, কেন্দ্রে কার সরকার তৈরি হবে? নির্দ্বিধায় যে কোনো মানুষ স্পষ্টভাবে উত্তর দেবে, মোদি সরকার গড়বে। আর তাই যদি হয়, তাহলে তৃণমূলকে ভোট দিয়ে নষ্ট করবেন কেন? মুখ্যমন্ত্রী ম্যাডাম তো বলেই দিয়েছেন, কেন্দ্রে তিনি বিরোধী জোটকে সমর্থন করবেন। সরকার গঠনে যাবেন না। আগামী দিনে বাংলায় বিজেপির নেতৃত্বে পরিবহন থেকে শুরু করে আরো অত্যাধুনিক প্রযুক্তির উন্নয়ন ঘটবে বলে এই সভা থেকে স্পষ্ট ঘোষণা করেন মোদি।
একটি মন্তব্য পোস্ট করুন