Top News

হাড্ডাহাড্ডি ফাইট কলকাতা উত্তরে, ঠেলায় পড়ে বাদ দেওয়া কুণালকে মমতা বললেন জিততে হবে !


 দিন কয়েক আগেই দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেয় তৃণমূল। তারপরে তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ পড়ে যান তিনি। পরে কুণালকে কান্নাকাটি করতে দেখা যায়। যাই হোক কেউ কেউ মধ‍্যস্থতা করে কুণালকে ফের তৃণমূলে ফিরিয়ে আনেন। আর এবার সেই কুণালকেই ডেকে মমতা বললেন, উত্তর কলকাতায় জিততে হবে।

উত্তর কলকাতায় তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দোপাধ্যায়, তার বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী তাপস রায়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাপস রায়ের সমর্থনে রোড শো করেছেন। মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অনেকেই মনে করছেন, উত্তর কলকাতা সিট এবার ছিনিয়ে নিতে পারে বিজেপি। তাপস রায় জয় লাভ করতে পারেন। আর সেই খবরটা অজানা নেই মমতারও। তাই উত্তর কলকাতায় মিছিল শেষ করে সুদীপ আর কুণালের সঙ্গে আলাদা কয়েক মিনিট কথা বলে পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত পদযাত্রা করেন মমতা। আর মিছিল শেষ করার পরেই গাড়িতে ওঠার সময় হঠাৎ মমতা বলে ওঠেন, কুণাল কই? তারপরে কুণাল তার সামনে আসতেই সুদীপ এবং কুণালকে নিয়ে মমতা বলেন, কলকাতা উত্তরের আসন জিততে হবে, এটা দেখো। কিছু পরামর্শ দেন কুণাল। আর সেই কথা শুনে সুদীপ এবং মমতা দুজনেই সম্মতি জানিয়েছেন বলে জানা গিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন