তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট এর কাছ থেকে ৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে সেন্ট্রাল ফোর্সের হসপিটালিটি বা আতিথেয়তা দেওয়ার জন্য। দিল্লিতে CAPF এর হেডকোয়ার্টারে ইতিমধ্যেই অভিযোগ জানিয়ে দেওয়া হয়েছে। ভাঙড়ে সাংবাদিক বৈঠক থেকে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট প্রচারে ভাঙড়ে জনসভা করার কথা ছিল শুভেন্দুর। কিন্তু পুলিশ একেবারে শেষ মুহূর্তে সেই সভার অনুমতি দেয়নি। আর তারপরেই ভাঙড়ে গিয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু।
প্রেস কনফারেন্স থেকে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে আনেন শুভেন্দু। তিনি আরো বলেন, ক্যানিংয়ের এম এল এ পরেশরাম দাসের বৃদ্ধাশ্রমে সিএপিএফের সিওকে রাখার ব্যবস্থা করেছেন স্থানীয় থানার ওসি। এই অভিযোগ সর্বোচ্চ স্তরে জানানোর সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুভেন্দু আরো বলেন, টাকি মিউনিসিপ্যালিটির নির্দিষ্ট একটি ওয়ার্ডে টাকি গভর্নমেন্ট হাইস্কুলে যে প্যারামিলিটারি ফোর্স রয়েছে, তাদের জন্য মদের পেটি নিয়ে গিয়েছিলেন। কিন্তু ফোর্সের জওয়ানরা তা রিফিউজ করেছেন। তারা তা গ্রহণ করেননি। তৃণমূলের নেতৃত্ব জেনে রাখুন, এবার যেখানে যেখানে প্যারামিলিটারি ফোর্সকে এইভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে যাবেন, সেখানকার সমস্ত খবর আমরা পাচ্ছি আর দিচ্ছে তৃণমূলের কর্মীরাই। ফলে এরকম খবর আসলেই আমরা কমপ্লেন করে সেই প্যারামিলিটারি ফোর্স সঙ্গে সঙ্গে বদল করাবো। আর আনন্দের খবর, এই মুহূর্তে অধিকাংশ জায়গাতেই সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তৃণমূলের চুরির টাকায় কোনো আপ্যায়ন নিতে রাজি হচ্ছে না। সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু ১ জুন গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সকলকে সমবেতভাবে অংশগ্রহণ করার জন্য আবেদন জানান। পাশাপাশি, ভোটাররা এবং এজেন্টরা প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন। আর সকাল থেকেই শুরু করুন। যাতে আমরা যেকোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করতে পারি।
একটি মন্তব্য পোস্ট করুন