কলকাতা নিয়ে মেগা প্ল্যান মোদীর
রিপাবলিক নেটওয়ার্ককে দেওয়া একটি সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী জানালেন, তিলোত্তমাকে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মেগা গ্লোবাল ইকনমিক হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি।
ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার রাজধানী হিসেবে উঠে আসতে পারে বলেও আত্মবিশ্বাসী মোদী। পাশাপাশি, ত্রিবেণী ফর্মুলায় তাঁর সরকার চলবে আগামী পাঁচ বছরে। এ কথাও জানান মোদী।
নরেন্দ্র মোদী বলেন, ‘গোটা বিশ্ব ধীরে ধীরে বুঝতে পারছে, আমাদের উন্নয়ন গ্লোবাল ইকনমিকে আরও একধাপ এগিয়ে দিচ্ছে। গোটা দুনিয়ার কাছে ভারত সুযোগের খনি।’ এর সঙ্গেই মোদীর সংযোজন, ‘কেন ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার রাজধানী হয়ে উঠতে পারবে না? দক্ষিণ পূর্ব এশিয়ার আকর্ষণীয় একটি হাবে পরিণত করতে চাই কলকাতা। এই নিয়ে আমি বদ্ধপরিকর।’
কেবলমাত্র কলকাতাই নয়, আসামের রাজধানী নিয়েও তাঁর পরিকল্পনা রয়েছে বলে জানান নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘কলকাতা এবং গুয়াহাটিকে আমি দক্ষিণ পূর্ব এশিয়ার মূল আকর্ষণীয় হাব হিসেবে তৈরি করব। এই দুই শহর মেগা হাবে পরিণত হবে খুব শীঘ্রই। আমি সম্পূর্ণরূপে আশাবাদী।’
কী এই ত্রিবেণী ফর্মুলা?
সরকারের কাজ করার স্ট্র্যাটেজি প্রসঙ্গে ত্রিবেণী ফর্মুলার প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘NDA সরকার ত্রিবেণী ফর্মুলায় কাজ করে। রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্ম। এর জন্য ভারত উন্নতির চূড়ায় পৌঁছচ্ছে। এটা একটি সিসটেমেটিক অ্যারেঞ্জমেন্ট।’ বিরোধীরা অবশ্য তাঁর এই ত্রিবেণী ফর্মুলাকে মুখেনমারিতং বলেই কটাক্ষ করে।
একটি মন্তব্য পোস্ট করুন