বাংলার সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করার নতুন গাইডলাইন আনছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
দেশের আইন পাল্টে গৃহীত হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। এই পরিস্থিতিতে কিভাবেই বা চিকিৎসকদের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ, বা চিকিৎসকদের মেডিকো – লিগ্যাল ঝুঁকি নিয়ে সচেতন করতেই তৈরি করা হবে গাইডলাইন।
নতুন আইনে গাফিলতিতে মৃত্যু জামিনযোগ্য ধারা হিসেবে বিবেচিত হবে। আগে যা ছিল নন বেলেবেল। নতুন আইনে বেড়েছে কারাদণ্ড এবং যোগ হয়েছে বাধ্যতামূলক জরিমানার সংস্থান।
একটি মন্তব্য পোস্ট করুন