প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে পর্ষদের আর্জি খারিজ করল কোর্ট। ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদনপত্রে বিএড ডিগ্রি থেকে ডিইএলএড সংশোধনের প্রাথমিক শিক্ষা পর্ষদের আজি শুক্রবার খারিজ করল কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।
এর আগে সুমন্ত কোলে-সহ ১২ জন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এই প্রার্থীদের বিএড এবং ডিএলএড দুই কোর্সই করা ছিল। যদিও প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেখে তাঁরা আবেদনের সময় বিএড কোর্স দেখিয়েছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তাঁরা চাকরি না পেয়ে আদালতের দ্বারস্থ হয়। এই ১২ জনকে সুযোগ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।
ওই প্রার্থীরা যোগ্য হলে তাঁদের জন্য আলাদা প্যানেল প্রকাশ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছিল পর্ষদ। সুমন্তের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, তাঁর মক্কেলদের বিএড এবং ডিইএলএড
দু'টি ডিগ্রিই ছিল। পর্ষদ প্রথমে দুই ডিগ্রিধারীদের যোগ্য বলে জানিয়েছিল। পরে সুপ্রিম কোর্ট জানায়, প্রাথমিক শিক্ষক পদে বিএড ডিগ্রি গ্রাহ্য হবে না। এই বিষয়টি আবেদনের আগে স্থির হলে ওই ১২ জন আবেদনপত্রে ডিইএলএড ডিগ্রি উল্লেখ করতেন।
একটি মন্তব্য পোস্ট করুন