আদালতে ফের ধাক্কা খেলেন মানিক ভট্টাচার্য। সুপ্রিম কোর্টে জামিন পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। কলকাতা হাইকোর্টই শুনবে মানিকের আর্জি। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এর জন্য কলকাতা হাইকোর্টে আবারও নতুন করে জামিনের আবেদন করার জন্য মানিক ভট্টাচার্যকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
এর আগে কলকাতা হাইকোর্টে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছেন মানিক। যদিও সেই আবেদন মঞ্জুর হয়নি। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন। যদিও সুপ্রিম কোর্ট জানাল কলকাতা হাইকোর্টেই আবেদন জানাতে হবে।
জানা গেছে, মানিকের আইনজীবী সুপ্রিম কোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিয়েছিলেন। যা এর আগে কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হয়নি। এই কারণেই শুক্রবার মানিক ভট্টাচার্যের জামিন সংক্রান্ত মামলা ফের হাইকোর্টেই ফেরত পাঠায় শীর্ষ আদালত।
উল্লেখ্য, প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্য। শুধু তিনিই নন, তাঁর স্ত্রী-পুত্রকেও গ্রেফতার করা হয়েছিল। স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে আগেই জামিন দিয়েছিল হাইকোর্ট। তবে মানিকের আবেদন ঝুলেই থাকল।
একটি মন্তব্য পোস্ট করুন