Top News

শরীরে পোড়া ক্ষত, ব্রিগেড মাঠে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ! টের পেল না পুলিশ?


 সাত সকালে ব্রিগেড ময়দানে যুবতীর অর্ধনগ্ন আধপোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, দেহটিতে পচনও ধরেছিল। পুলিশের প্রাথমিক অনুমান, অন্যত্র খুন করেই মহিলার দেহ ময়দানে ফেলে যাওয়া হয়েছে। তবে পুলিশের নজরদারি এড়িয়ে কীভাবে কেউ ময়দান এলাকায় কে বা কারা দেহ ফেলে গেল, তা নিয়েই প্রশ্ন উঠছে। 


ব্রিগেড মাঠের যে অংশে ওই মহিলার দেহ উদ্ধার হয়, সেটি ময়দান থানা এলাকার মধ্যে পড়ে। পুলিশ সূত্রে খবর, এ দিন ভোররাত প্রায় তিনটে পর্যন্ত ওই এলাকায় থানার টহলদারি দল নজরদারি চালিয়েছিল। কিন্তু সেই সময় ওই জায়গায় কোনও অস্বাভাবিক কিছু পুলিশকর্মীদের নজরে পড়েনি। ফলে সম্ভবত এ দিন ভোরের দিকেই কেউ বা কারা এসে ওই দেহ ফেলে গিয়েছে।


জানা গিয়েছে, কম্বলে মোড়ানো অবস্থায় দেহটি একটি গাছের নীচে পড়়েছিল। মৃত মহিলার বয়স আনুমানিক তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে। দেহের উপরের অংশে বেশ কিছু ক্ষত চিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে খবর। সম্ভবত আগুনে ওই ক্ষত তৈরি হয়েছে। দেহটিতে পচনও ধরতে শুরু করেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।


ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। কে বা কারা মহিলার দেহ ওই জায়গায় ফেলে গেল, সিসিটিভি ফুটেজ দেখে তা চিহ্নিত করার চেষ্টা চলছে। পাশাপাশি মহিলার পরিচয়ও জানার চেষ্টা করা হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন