Top News

ষষ্ঠীতে বাংলায় কত আসন জিতবে BJP? রাজ্যে দলের ফল নিয়ে যোগ-বিয়োগ করে 'অঙ্ক' মেলালেন শাহ

 

প্রথম থেকেই বিজেপি দাবি করে আসছে, এবারে লোকসভা নির্বাচনে গতবারের তুলনায় আরও ভালো ফল করবে দল। বিশেষ করে অমিত শাহ প্রথম থেকেই দাবি করে এসেছেন, এবারে রাজ্যে ২৫টির বেশি আসন জিততে পারে বিজেপি। আর ষষ্ঠ দফার ভোট শেষে গত শনিবার বাংলার আটটি লোকসভা আসনে ভোটগ্রহণ হয়েছে। জঙ্গলমহল এবং মেদিনীপুরের আসনে ভোটগ্রহণের পরই ষষ্ঠ দফায় রাজ্যে বিজেপির সম্ভাব্য ফলাফল নিয়ে বড় দাবি করলেন অমিত শাহ। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ দাবি করলেন, ষষ্ঠ দফায় বাংলায় যেকটি আসনে ভোট হয়েছে, তার মধ্যে অন্তত ৭টি আসনে বিজেপি জিতছেই। এরপর তিনি বলেন, যদি জনগণ আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা আটটির মধ্যে আটটা আসনেই জিততে পারি।  

এই আবহে রাজ্যে বিজেপি মোট কটি আসনে জিতবে তাহলে? অমিত শাহ বলেন, 'বাংলায় আমরা ২৪ থেকে ৩০টি আসনে জিততে চলেছি এই লোকসভা নির্বাচনে। বাংলার মানুষ সিন্ডিকেট সংস্কৃতি, দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, অনুপ্রবেশের জেরে নাজেহাল। সেই রাজ্যের চারজন প্রভাবশালী মন্ত্রী গ্রেফতার হয়েছেন বিগত দিনে। বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে।' 

এরপর সন্দেশখালি নিয়ে মুখ খোলেন অমিত শাহ। তিনি বলেন, 'সন্দেশখালির ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল রূপ তুলে ধরেছে। তিনি তোষণের রাজনীতি এবং ভোট ব্যাঙ্ক অক্ষত রাখতে কত দূর যেতে পারেন, তা এর থেকেই স্পষ্ট। ধর্মের নামে সেখানে কয়েকশো মহিলাকে নির্যাতন করা হয়েছে। এর থেকে আর কত নীচে যাবেন একজন মহিলা মুখ্যমন্ত্রী? তিনি ভোট ব্যাঙ্কের কারণে কোনও পদক্ষেপ করেননি। আমি বাংলায় প্রচারে গিয়ে সেখানকার মহিলাদের চোখে সন্দেশখালি নিয়ে রাগ দেখেছি।' 

Post a Comment

নবীনতর পূর্বতন