বিশ্বব্যাপী ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’ অনুযায়ী, ফিলোজফি বিভাগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতসেরা নির্বাচিত হয়েছে। সার্বিকভাবে ভারতীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে সেই র্যাঙ্কিংয়ে সবথেকে ভালো ফল করেছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।
বিষয়ভিত্তিক র্যাঙ্কিংয়ে একাধিক ক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম হয়েছে। এবার ভারত থেকে ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠান ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’-এ অংশগ্রহণ করেছিল। ৪২৪টি ‘এন্ট্রি’ নিয়েছিল। গত বছর সেই সংখ্যাটা ছিল ৩৫৫। এবার ৭২ শতাংশ ক্ষেত্রে ভারতের উন্নতি হয়েছে বা র্যাঙ্কিংয়ে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন