Top News

কাঞ্চন শ্রীময়ীর রিসেপশনে ড্রাইভার, বডিগার্ডের প্রবেশ নিষেধ

কাঞ্চন শ্রীময়ী : গত বুধবারই ধুমধাম করে রিসেপশন হয়েছে কাঞ্চন ও শ্রীময়ীর। তবে সেখানে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। যেটি নিয়ে পুরো সামাজিক মাধ্যমে ছি ছি হচ্ছে। কি সেই ঘটনা? তাদের রিসেপশনের ভেন্যুর বাইরে একটি বোর্ডে লেখাছিল এক অদ্ভুত কথা। সেখানে লেখাছিল ‘মিডিয়া, বডিগার্ড ও ড্রাইভারদের প্রবেশ নিষেধ’। আর এরপর থেকেই শুরু হয়ে নিন্দার ঝড়। অনেকেই তাদের বিয়েতে সংবাদমাধ্যমের থেকে দূরে রাখতে চান। কিন্তু কখনো কোনো তারকারা এরম বোর্ড লাগায়নি। এরজন্যই দর্শকেরা চরম ক্ষেপে গেছেন। অনেকেই দাবি করেছেন এটি খুবই নিন্দনীয় কাজ। প্রসঙ্গত কাঞ্চন তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কিকে ডিভোর্স দিয়েই তৃতীয় বিয়ে করেছেন। তাঁরা আগেই জানিয়েছিলেন তাদের রিসেপশনে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেবেন না। তাঁরা রিসেপশনের পর সব ছবি ও ভিডিও পাঠিয়ে দেবেন। যদি কেউ তাদের সাক্ষাৎকার নিতে চায় তবে তাঁরা সেটিও দেবেন। কিন্তু তাদের এই কাজটি করে মোটেও ভালো করেন নি।

Post a Comment

নবীনতর পূর্বতন