ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। গতকাল বিজেপি সবে তাদের প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এরই মধ্যে রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতায় পৌঁছল ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৩ তারিখ মোট ৭ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল, তার মধ্যে ৩ কোম্পানী ইতিমধ্যেই এসে পৌঁছেছে।
বিকেলের মধ্যে বাকি ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে বলে জানা গেছে। আগত ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে তিনটে ডিভিশন অর্থাত্ ইডি (ED), এসএসডি (SSD) ও পোর্ট ডিভিশনে মোতায়েন করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকেই রুট মার্চ শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। পরবর্তীতে ৭ মার্চ আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে।
নির্বাচন কমিশন (Election Commission) গত সপ্তাহেই একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে, ভোটের আগেই ১ মার্চ থেকে রাজ্যে আসবে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সেই কথা মতোই শুক্রবার থেকেই রাজ্যে (West Bengal) কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। বেশকিছু জায়গায় শুরু হয়েছে রুট মার্চ।
একটি মন্তব্য পোস্ট করুন