অভাগীর স্বর্গ: শীঘ্রই মুক্তি পেতে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি হওয়া ছবি অভাগীর স্বর্গ। আর সেই ছবিতে নাম ভূমিকায় থাকতে চলেছেন বাংলাদেশের অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা। ছবিটির পরিচালনা করছেন অনির্বাণ চক্রবর্তী। তবে ছবিটির নাম গল্পের নামে রাখা হয়নি। ছবির নাম হচ্ছে অভাগী।
এই ছবি সম্পর্কে অনির্বাণ জানিয়েছেন ছবিতে ৭০ এর দশকের গ্রাম বাংলার করুণ বাস্তব চিত্র দেখানো হয়েছে। তিনি যথাসম্ভব মূল গল্পের উপর ভিত্তি করেই ছবিটি বানিয়েছেন। ছবিতে মিথিলাকে ১৬ বছর ও ৩০ বছরের নারীর রূপে দেখা যাবে। পরিচালক হিসেবে অনির্বাণ জানিয়েছেন অভিনেত্রী দুটো চরিত্রেই নিজেকে দারুনভাবে ফুটিয়ে তুলেছেন। ছবিটির শ্যুটিং হয়েছে বাংলার বিভিন্ন জায়গায় ও ঝাড়খণ্ডের ঘাটশিলা অঞ্চলে। ছবিতে মিথিলার পাশাপাশি থাকছেন সুব্রত দত্ত যিনি জমিদারের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি এই মাসের ২৯ মার্চ মুক্তি পেতে চলেছে।
অনির্বাণের হাত ধরে শরৎচন্দ্রের অভাগীর স্বর্গ এবার বড় পর্দায়! মুখ্য ভূমিকায় থাকছেন সৃজিত ঘরণী মিথিলা
Purba Sen
0
একটি মন্তব্য পোস্ট করুন