Top News

ডার্বি জিতে আইএসএলের শীর্ষে মোহনবাগান, দশে ইস্টবেঙ্গল


তেকাঠির নিচে দূরন্ত বিশাল কাইথ ৷ ম্যাচের 12 মিনিটেই পেনাল্টি পেয়েছিল ইস্টবেঙ্গল ৷ ক্লেইটন সিলভার জোরালো স্পটকিক বাঁ-দিকে ঝাঁপিয়ে সেভ করে দেন বিশাল কাইথ ৷ তারপর থেকে শুধুই মোহনবাগান ৷ জেসন কামিংস, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোসের গোলে ম্যাচের প্রথমার্ধে তিন গোলের লিড নিয়েছিল মোহনবাগান ৷ এক গোল শোধ করলেও আর ম্যাচে ফিরতে পারল না ইস্টবেঙ্গল ৷ 

খেলা শেষ ৷ আইএসএলের ফিরতি ডার্বিতে 3-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল মোহনবাগান ৷

মোহনবাগান বক্সে ইস্টবেঙ্গলের একের পর এক আক্রমণ আছড়ে পড়ছে ৷

ম্যাচের 63 মিনিটের মাথায় দলের পতন রোধ করলেন বিশাল ৷ ক্লেইটনের হেড থেকে নিশ্চিত গোল বাঁচালেন বাগান গোলরক্ষক ৷

দলের হয়ে গোলমুখ খুললেন সাউল ক্রেসপো ৷

গোলমুখী শট জেসন কামিংসের ৷ ডানদিকে ঝাঁপিয়ে বাঁচালেন গিল ৷

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা ৷

স্পটকিক থেকে জোরালো শটে গোল পেত্রাতোসের ৷ প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে গেল মোহনবাগান ৷

প্রথমার্ধের শেষে পেনাল্টি পেল বাগান ৷ কোলাসোকে ব্লক করতে গিয়ে ফেলে দেন নন্দকুমার ৷

37 মিনিটে ফের গোল বাগানের ৷ এবার গোল পেলেন লিস্টন কোলাসো ৷ পেত্রাতোসের জোরালো শট পোস্টে লেগে প্রতিহত হয় ৷ দিমি ফিরতি বলে শট নিলে তা গোলে ঠেলে দেন অরক্ষিত অবস্থায় থাকা কোলাসো ৷

27 মিনিটে ইস্টবেঙ্গলের জালে বল জড়ালেন জেসন কামিংস ৷ ডি-বক্সের ভেতরেই ছিলেন অজি স্ট্রাইকার ৷ পেত্রাতোসের জোরালো শট বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুখমন গিল ৷ ফিরতি বল গোলে ঠেলতে ভুল করেননি কামিংস ৷

ম্যাচের 12 মিনিটে পেনাল্টি মিস ক্লেইটনের ৷ ইস্টবেঙ্গল অধিনায়কের জোরালো শট বাঁ-দিকে ঝাঁপিয়ে সেভ করে দেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ ৷

Post a Comment

নবীনতর পূর্বতন