আজ শুরু মাধ্যমিক পরীক্ষা। এই বছর মাধ্যমিক পরীক্ষার শুরুর সময়ে পরিবর্তন এনেছে মধ্যশিক্ষা পর্যদ। বেলা পৌনে ১২টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে সকাল পৌনে ১০টায়। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রমুখী হতে শুরু করেছে ছাত্রছাত্রীরা। জীবনের প্রথম বড় পরীক্ষায় অনেক বাবা মায়েরাই ছেলেমেয়েদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। এদিকে সপ্তাহের কাজের দিনে, শহর কলকাতার রাস্তাঘাটের চিত্রটা কেমন, কোথাও কোনও যানজট রয়েছে কি না, সেই দিকটিও মাথায় রাখতে হচ্ছে পরীক্ষার্থী ও বাবা-মায়েদের। তাই অনেকেই হাতে বেশকিছুটা সময় নিয়ে বাড়ি থেকে বের হয়েছন। এরই মাঝে শহরের রাস্তাঘাটের হাল হকিকত জানিয়ে দিচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ।
কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে জানান হচ্ছে যে এখনও পর্যন্ত শহরের যান চলাচল মোটের ওপর স্বাভাবিকই রয়েছে। আজ যেহেতু মাধ্যমিক পরীক্ষার শুরু তাই, ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনওরকম দেরি না হয়, তার জন্য যাবতীয় ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য কেনও মিছিলও এদিন শহর কলকাতার বুকে নেই বলেই জানাচ্ছে ট্রাফিক পুলিশ।
এদিকে যে সমস্ত পরীক্ষার্থীরা গণ পরিবহণের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে তাদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য কলকাতা শহর জুড়ে পর্যাপ্ত বাস, ট্রেন, মেট্রো, ফেরি, ভেসেল পরিষেবা সচল রাখতে তৎপর হয়েছে রাজ্য সরকার। কোনও গণ পরিবহণ ব্যবস্থায় যাতে সামান্যতমও খামতি না থাকে, সেই ব্যবস্থা করা হয়েছে রাজ্যের পরিবহণ দফতরের পক্ষ থেকে। নেওয়া হয়েছে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত।
একটি মন্তব্য পোস্ট করুন