Top News

সৃজিত মিথিলার পরিবারে নতুন অতিথির আগমন!



সৃজিত-মিথিলা : টলিউডের বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিবারে এলো নতুন সদস্য। ইতিমধ্যেই তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নিজের খুশির খবরটি। এরপর থেকেই নেটপাড়ায় উন্মাদনার শুরু হয়ে গিয়েছে। পরিচালক সেই সদস্যের নামও ঠিক করে ফেলেছেন। তবে তিনি সেই সদস্যের ছবি প্রকাশ করেননি।

কে সেই নতুন সদস্য জানতে ইচ্ছুক সকলেই। অনেকেই ভাবছেন সেই নতুন অতিথি হল তাদের সন্তান। কিন্তু সেটি একদমই সত্যি নয়। তাদের জীবনের সেই নতুন সদস্য হল ছোট্ট সারমেয়। সৃজিত ও মিথিলা দুজনেই সারমেয় ভালোবাসেন। তবে এটা প্রথমবার নয় এর আগেও এক সদস্য যোগ হয়েছিল তাদের জীবনে। সেই ছোট্ট সদস্যকে অনেকেই দেখতে চেয়েছেন কিন্তু সৃজিত জানিয়েছেন এতো ছোট বাচ্চার ছবি দেওয়া ঠিক হবেনা। তাই তিনি কোনো ছবি দেয়নি। তবে তাঁদের অনুরাগীরা এই খবরটি শুনে খুব খুশি হয়েছেন ও অনেক অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন