Top News

সন্দেশখালিতে গ্রামবাসীদের অভিযোগ শুনলেন শুভেন্দু, দিলেন শাহজাহানকে ফিনিশ করার হুঙ্কার!

 


সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Issue) দুই অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরা গ্রেফতার হলেও 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহান (Seikh Shahjahan) এখনও অধরা। পার হয়েছে ৪৭ দিন। মঙ্গলবার শাহজাহানের গ্রেফতারি চেয়ে সন্দেশখালি-২ ব্লকে পড়ল পোস্টার। কলকাতা হাই কোর্টের অনুমতি পেয়েই সন্দেশখালি গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । গ্রামবাসীরা অভিযোগ জানালেন তাঁর কাছে। 

শেখ শাহজাহানের সময় শেষ, তাঁকে 'ফিনিশ' করার হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী।

কলকাতা হাই কোর্টের অনুমতি পেয়েই মঙ্গলবার সন্দেশখালি(Sandeshkhali) গেলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন ধামাখালিতে তাঁকে বাধা দেয় পুলিশ বলে অভিযোগ। এরপরেও সন্দেশখালিতে প্রবেশ করেন শুভেন্দু। তাঁর সঙ্গে আছেন ৫ জন বিজেপি বিধায়ক। তবে, প্রধান বিচারপতির নির্দেশে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও শঙ্কর ঘোষকে সন্দেশখালিতে প্রবেশের অনুমতি দেয় পুলিশ। সন্দেশখালিতে গ্রামবাসীদের অভিযোগ শুনলেন শুভেন্দু, দিলেন শাহজাহানকে ফিনিশ করার হুঙ্কার!

সন্দেশখালিতে (Sandeshkhali) গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী। তাঁকে দেখেই আনন্দে আত্মহারা বিজেপি কর্মীরা। শাঁখ বাজিয়ে পুষ্পবৃষ্টি করে অভ্যর্থনা জানানো হল। অনেকেই কেঁদে ফেললেন শুভেন্দুকে দেখে। জানালেন অভিযোগ। শুভেন্দু জানালেন, এখানে ভোট হয়না, মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। অন্যদিকে, সন্দেশখালি থেকে গ্রেফতার হয়েছেন সাংবাদিক সন্তু পান। সেই ঘটনার প্রতিবাদে হাতে কালো ব্যাজ বেঁধে দ্বীপাঞ্চলে বিরোধী দলনেতা। 

সন্দেশখালিতে গ্রামবাসীদের অভিযোগ শুনলেন শুভেন্দু, দিলেন শাহজাহানকে ফিনিশ করার হুঙ্কার!

এর আগে গত সোমবার সন্দেশখালি (Sandeshkhali) যেতে গিয়ে বাধার সম্মুখীন হন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সময় সেখানে জারি ছিল ১৪৪ ধারা। এরপর কলকাতা হাই কোর্টের নির্দেশে পাঁচটি জায়গা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়। শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari) সন্দেশখালিতে প্রবেশে অনুমতি দেয় আদালত। সেই নির্দেশের পরেই মঙ্গলবার ধামাখালি থেকে নৌকা চেপে সন্দেশখালি পৌঁছন তিনি। প্রথমে তাঁকে ধামাখালিতে বাধা দেওয়া হয়। আজ আবার সন্দেশখালির ১২ জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।



Post a Comment

নবীনতর পূর্বতন