Top News

বাংলা সিনেমা নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন পরিচালক অনুরাগ কাশ্যপ!

 


অনুরাগ কাশ্যপ: রবিবার ছাত্ররা আয়োজিত করেছিল একটি অনুষ্ঠান যেখানে উপস্থিত হয়েছিলেন বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপ। আর সেখানেই তিনি বাংলা সিনেমাকে নিয়ে এক বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন বাংলা সিনেমা একেবারেই বাজে। তিনি আরো বলেছেন একটা সময় বাংলা সিনেমাই সাফল্যের চূড়ায় ছিল কিন্তু এখন সেটি একবারেই নীচে নেমে গেছে। তবে শুধু ব্যাংক সিনেমাই নয় মান নেমেছে হিন্দি সিনেমারও।


 তাঁর মতে বাংলা সিনেমা না চলার কারণ হল ছবিগুলো একেবারেই জঘন্য।হিন্দি ছবির নাম নামলেও সেটি সেকেন্ড ফ্লোরে রয়েছে কিন্তু বাংলা ছবি একেবারেই নীচে নেমে গেছে। এর পাশাপাশি তিনি বলেছেন স্বদেশী আন্দোলনের সময় যেভাবে বিদেশি পণ্য ত্যাগ করা হয়েছিল ঠিক তেমনি এখনকার প্রজন্মকে সামাজিক মাধ্যম ত্যাগ করা উচিত। 

Post a Comment

নবীনতর পূর্বতন