Top News

সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

 


সন্দেশখালিতে মোতায়েন করা হোক কেন্দ্রীয় বাহিনী। এই আর্জি জানিয়ে শুক্রবার কলকাতা হার্ইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত। জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি জানান তিনি।

এদিন আদালতে সংযুক্ত আর্জি জানান, সন্দেশখালি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হোক। 

মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

গত শুক্রবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। ওইদিন রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন কয়েকশো মহিলা। সন্দেশখালি থানা ঘেরাও করেন তাঁরা। এরপরই শনিবার থেকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে প্রশাসন। জারি হয় ১৪৪ ধারা। যদিও হাইকোর্টের নির্দেশে গোটা সন্দেশখালিতে তা খারিজ করে নির্দিষ্ট ১৯ টি জায়গায় ফের ১৪৪ ধারা জারি হয়েছে। 

এরই মধ্যে শুক্রবার বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকেও সন্দেশখালিতে ঢুকতে বাধা দেয় পুলিশ। নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলতে শুক্রবার সকালে এই কমিটির সদস্যরা সন্দেশখালির গ্রামগুলি পরিদর্শনে আসেন। কিন্তু ১৪৪ ধারা জারি থাকায় পুলিশ তাদের বাধা দেয়। শুরু হয় বাকবিতণ্ডা। শেষমেশ রামপুরে রাস্তার উপরে বসে পড়েন তাঁরা।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি থেকে শিরোনামে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালি। সেখানকার দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে খুঁজতে গিয়ে হামলার মুখে পড়ে ইডির আধিকারিকরা। তারপর থেকে এখনও বেপাত্তা শেখ শাহজাহান। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শাহজাহান ঘনিষ্ট শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামাবাসীরা। অশান্তির আগুন এখন যেন দাবানলে পরিণত হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন