কাল রাত ১২টার পর থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আজও সারাদিন মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শীত প্রায় উধাও। দিনভর মেঘলা আকাশ থাকার কথা সঙ্গে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির পূর্বাভাস দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। তুষারপাত হবে সিকিম ও দার্জিলিঙে উঁচু পার্বত্য এলাকায়।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন