পরকীয়ার পরিণতি যে কতটা নৃশংস হতে পারে তার প্রমাণ আছে প্রচুর। উত্তর ২৪ পরগনার বারসতের মনুয়াকাণ্ডের কথা ভাবলে এখনও শিউরে উঠতে হয়। স্ত্রীর পরকীয়ার পথে কাঁটা হয়ে স্বামীর চরম পরিণতি কিংবা স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে গিয়ে স্ত্রীকে মাশুল দেওয়ার উদাহরণ নেহাত কম নেই।
নরেন্দ্রপুরে এবার এমনই এক ঘটনা ঘটল। অভিযোগ, স্ত্রীর অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। স্বামী তা জেনে যান। এরপরই স্ত্রী তাঁর প্রেমিককে দিয়ে মারধর করান স্বামীকে। ওই ব্যক্তির মাথা ফেটে যায়।
নরেন্দ্রপুর থানা এলাকার মহামায়াতলার এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি নরেন্দ্রপুর থানায় অভিযোগও দায়ের করেছেন। জানা গিয়েছে, ওই দম্পতি মহামায়াতলায় ভাড়া থাকেন। নামখানার বাসিন্দা তাঁরা। ১১ বছরের দাম্পত্য জীবন তাঁদের। একটি ছোট মেয়েও আছে।
পুলিশ সূত্রে খবর, এই দম্পতির সম্পর্ক স্কুল জীবন থেকে। একে অপরকে ভালবেসেই বিয়ে করেন তাঁরা। বিয়ের আগে পাঁচ বছর প্রেম করেছেন। বিয়ে, সন্তানের জন্ম, সব মিলিয়ে ভালই কাটছিল দিন। তবে স্বামীর অভিযোগ, ইদানিং স্ত্রী খুবই ফোনে ব্যস্ত থাকেন। তাতেই সন্দেহ হয় তাঁর।এরপর একদিন স্ত্রীর ফোনে কথা বলার মুহূর্ত ফোনে রেকর্ডও করেন। গোপনে তা রেকর্ড করেন ওই ব্যক্তি। এদিকে স্ত্রী তা জেনে ফেলার পর থেকেই বাড়িতে অশান্তি শুরু হয় বলে অভিযোগ। বিষয়টি স্ত্রীর তাঁর প্রেমিককে জানান। অভিযোগ, এরপরই প্রেমিককে ডেকে এনে স্বামীকে বাটাম দিয়ে মারধর করান স্ত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন